প্রাথমিকশিক্ষা অধিদপ্তরাধীন ৬৪ জেলায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস রয়েছে। জেলাপ্রাথমিক শিক্ষা অফিসের প্রধান হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারপ্রাথমিক শিক্ষার যাবতীয় প্রশাসনিক কার্যাবলীর বাস্তবায়ন ও মাঠপর্যায়েরঅফিসসূমহে নির্দেশণা প্রদান করে থাকেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বরিশাল এর অধীন ০২ জন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ০১ জন মনিটরিংঅফিসার (উপবৃত্তি), ০১ জন কম্পিউটার অপারেটর, ০১ জন উচ্চমান সহকারী, ০১ জন ক্যাশিয়ার, ০৩ জন অফিস সহকারী কাম কম্পিউটারঅপারেটর, ০১ জন ষ্টোর কিপার, ০১ জন গাড়ী চালক, ০১ জন অফিস সহায়ক, ০১ জননাইট গার্ড এবং 10 টি উপজেলা শিক্ষা অফিসে 10 জন উপজেলা শিক্ষা অফিসার, 65 জনসহকারী উপজেলা শিক্ষা অফিসার, 10জন উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, 10জন হিসাব সহকারী, ২4 জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 10 জনএম.এল.এস.এস ও 1514 টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1514 জন প্রধান শিক্ষক ও7054সহকারী শিক্ষক রয়েছে। সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, প্রাথমিকবিদ্যালয় পরিদর্শন, শিশুজরিপ, বিদ্যালয় জরিপ, শিক্ষার্থী ভর্তি, প্রাথমিকও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা, বিনামুল্যের পাঠ্যবই বিতরণ এবং প্রাথমিক শিক্ষার বিবিধ কার্যক্রম সম্পাদিত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS